২৬ অক্টোবর মঙ্গলবার ১৯৭১
মিসরের প্রেসিডেন্ট আনােয়ার সাদাতের কাছে মিসেস ইন্দিরা গান্ধীর বাণী নিয়ে বিশেষ দূতের কায়রাে উপস্থিতি। কসবায় মুক্তিবাহিনী ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে দখল প্রতিষ্ঠা নিয়ে তুমুল সংঘর্ষ হয়। কুমিল্লা সীমান্তে কসবা ছাড়াও কায়েমপুর, সালদানদী, নয়নপুর ও চৌদ্দগ্রাম এলাকায় উভয় দলের মুখােমুখি যুদ্ধ হয়। সিলেট, ময়মনসিংহ, রংপুর, বগুড়া ও যশাের সীমান্তেও সারাদিন যুদ্ধ চলে।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান