২৭ অক্টোবর বুধবার ১৯৭১
মুক্তিবাহিনী চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর ও যশাের সীমান্তে পাকিস্তানি বাহিনীর ঘাঁটিতে গােলাবর্ষণ করে। পাকিস্তান এই গােলাবর্ষণের বিরুদ্ধে ভারতের কাছে প্রতিবাদ জানায়। পাকিস্তান সরকার অভিযোেগ করে, ভারতীয় সেনাবাহিনী সীমান্ত লঙ্ঘন করে পূর্ব পাকিস্তানে ঢুকে মর্টার ও ফিল্ডগানের সাহায্যে গােলাবর্ষণ অব্যাহত রেখেছে। ভারত পাকিস্তানের এই অভিযােগ প্রত্যাখ্যান করে। পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো কায়রােতে প্রেসিডেন্ট আনােয়ার সাদাতের সাথে বৈঠক শেষে জেনেভা পৌঁছান। তিনি পাকিস্তানি প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে বিদেশ সফর করছেন। সন্ধ্যায় গভর্নর ভবনের দক্ষিণ গেটের সামনে ও মধ্যরাতে মতিঝিল সেন্ট্রাল গভ. গার্লস স্কুলের প্রধান শিক্ষিকার বাসভবনে বােমা বিস্ফোরণ। চট্টগ্রামে গেরিলাদের হাতে উপনির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও কনভেনশন মুসলিম লীগ নেতা মােহাম্মদ বখতিয়ার নিহত হন। চট্টগ্রামে একটি চীনা রেস্তোরায়। বােমা বিস্ফোরণে কয়েক ব্যক্তি আহত হয়।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান