২৫ অক্টোবর সােমবার ১৯৭১
নারায়ণগঞ্জ সদর পােস্ট অফিসের সামনে এক বােমা বিস্ফোরণে সাত জন নিহত। কাজলায় একটি কারখানায় বােমা বিস্ফোরণের কয়েকজন রাজাকার আহত হয়। ময়মনসিংহের কামালপুর সীমান্ত ফাড়ি আক্রমণ করে মুক্তিবাহিনী বিপুল পরিমাণ অস্ত্র ও গােলাবারুদ দখল করে। মিসেস ইন্দিরা গান্ধী ব্রাসেলস থেকে ভিয়েনা যাত্রা করেন। কুষ্টিয়া ও দিনাজপুরের জেলা প্রশাসক যথাক্রমে মােঃ শামসুল হক ও ফারাউদ্দিন আহমদ বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য ঘােষণা করায় প্রধান সামরিক আইন প্রশাসক তাদের বরখাস্ত করেন। নেপালে পাকিস্তানি দূতাবাসের কূটনীতিক মােস্তাফিজুর রহমান সপক্ষ ত্যাগ করে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য ঘােষণা করেন।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান