You dont have javascript enabled! Please enable it!

২৩ অক্টোবর শনিবার ১৯৭১

পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো লাহােরে বলেন, ভয়ভীতি প্রদর্শন অব্যাহত থাকলে পূর্ব পাকিস্তানের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে তার দলের প্রার্থীদের প্রত্যাহার করে নেওয়া হবে। মুক্তিবাহিনী কসবা সীমান্তের বেশকিছু এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। করে। যশাের, বগুড়া, ময়মনসিংহ, রংপুর, নীলফামারী ও ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়। করাচিতে পিপলস পাটির পক্ষ থেকে অভিযােগ করা হয়, জামায়াতে ইসলামী পূর্ব পাকিস্তানে যুদ্ধংদেহী ভূমিকা পালন করছে। তারা আপত্তিকর ও জনগণের মনােভাব বিরুদ্ধে কার্যকলাপে লিপ্ত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী জাতির উদ্দেশে এক বেতার ভাষণে। বর্তমান সঙ্কটপূর্ণ পরিস্থিতি মােকাবিলার জন্য জনগণকে সংযত, ঐক্য ও শৃঙ্খলাবন্ধ হবার আহ্বান জানান।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!