২০ অক্টোবর বুধবার ১৯৭১
জাতিসংঘের মহাসচিব উ থান্ট তার সদর দফতরে ভারতের রাষ্ট্রদূত সমর সেন ও পাকিস্তানের রাষ্ট্রদূত আগা শাহীর সাথে পৃথক বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশ প্রশ্ন নিয়ে আলােচনা হয়। হিলি সীমান্তে মুক্তিবাহিনী ও পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সারাদিন সংঘর্ষ চলে। স্টেট ব্যাংক ভবনের ৫ তলায় বােমা বিস্ফোরণ। কাজলায় রাতে একটি শিল্প-কারখানা প্রহরারত রাজাকারদের সাথে মুক্তিবাহিনীর গুলি বিনিময়। নয়াদিল্লিতে যুগােশ্লাভ প্রেসিডেন্ট মার্শাল টিটো ও ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর মধ্যে আলােচনা শেষে এক যুক্ত ইশতেহারে পাকিস্তানের বর্তমান সঙ্কট অবসানের লক্ষ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে রাজনৈতিক মীমাংসার। আহ্বান জানানাে হয়। ‘পূর্ব পাকিস্তান’-এর জাতীয় পরিষদের ৭৮টি শূন্য আসনের উপনির্বাচনে ১৯২ জন প্রার্থীর মনােনয়নপত্র দাখিল ।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান