You dont have javascript enabled! Please enable it!

১৯ অক্টোবর মঙ্গলবার ১৯৭১

সকাল ১১টার দিকে মতিঝিলস্থ ইপিআইডিসি ভবনের সামনে টাইম বােমা বিস্ফোরণে ৭ জন নিহত, ১২ জন আহত ও ৯টি গাড়ি বিধ্বস্ত হয়। সীমান্ত এলাকায় মুক্তিবাহিনী ও পাকিস্তানি বাহিনীর মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়। | ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী নয়াদিল্লিতে বলেন, ভারত ও পাকিস্তানের সীমান্ত এলাকায় ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। ভারত যুদ্ধ চালিয়ে যাবার জন্য সম্ভাব্য সবকিছুই করে যাচ্ছে। তিনি বলেন, মূল সমস্যা ইসলামাবাদের সামরিক শাসকবর্গ ও বাংলাদেশের জনগণের মধ্যে—যার পরিণতি ভােগ করছে ভারত।  রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বলেন, আমরা ভারতের সাথে যুদ্ধ চাই না। তবে ভারত যদি বাঙালি গেরিলাদের পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ ঘটানাের কাজ অব্যাহত রাখে এবং আক্রমণ করে তাহলে আমরা তার প্রতিশােধ নেব । অভ্যন্তরীণ ব্যাপারে ভারতের হস্তক্ষেপ আমরা আর সহ্য করতে রাজি নই ।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!