১৮ অক্টোবর সােমবার ১৯৭১
ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে সীমান্ত এলাকায় সশস্ত্র বাহিনীর হামলা সম্পর্কিত পাকিস্তানের অভিযােগ খণ্ডন করে বলেন, ভারতীয় সেনাবাহিনীর নয়, বাংলাদেশ মুক্তিবাহিনীর মুক্তিযােদ্ধারা সীমান্ত এলাকায় তাদের প্রতিপক্ষ পাকিস্তানি সেনাবাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত রয়েছেন। মুক্তিবাহিনীতে দেড় লক্ষ মুক্তিযােদ্ধা রয়েছেন এবং এঁদের প্রায় ৫০ হাজার পুলিশ, বিডিআর ও সেনাবাহিনী সদস্য। তারা সবাই বাঙালি এবং ২৫ মার্চ রাতে এদের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর প্রথম আক্রমণ করার পর এরা প্রতিরােধ আন্দোলনে যােগ দেন। তারা মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করছেন।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান