You dont have javascript enabled! Please enable it!

১৬ অক্টোবর শনিবার ১৯৭১

সকালে তেহরানে ইয়াহিয়া ও সােভিয়েত প্রেসিডেন্ট নিকোলাই গদগনির মধ্যে দুঘণ্টা স্থায়ী আলােচনা হয়। মুক্তিবাহিনীর জঙ্গি গ্রুপ লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ে পাকবাহিনীর অবস্থানের ওপর গােলাবর্ষণ করে। পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গােলাম আজম ঢাকায় এক জনসভায় বলেন, ভারত পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে দিয়ে যাবে এমন আত্মঘাতী ভাববিলাস আমাদের বর্জন করতে হবে।  সন্ধ্যায় তেহরানে যুগােশ্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো ও পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান একান্ত বৈঠকে মিলিত হন।  বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ময়মনসিংহ রােডস্থ তালাবদ্ধ বাসভবনে মুক্তিযুদ্ধবিরােধী শক্তির এজেন্টরা আগুন লাগিয়ে দেয়। কাওরাইদ ও মশাখালির মাঝে গেরিলা দল একটি রেল সেতু উড়িয়ে দেবার ফলে ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ হয়ে যায়।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান