১৪ অক্টোবর বৃহস্পতিবার ১৯৭১
পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টোর মন্তব্যের প্রেক্ষিতে প্রস্তাবিত শাসনতন্ত্রের অন্যতম প্রণেতা ও প্রেসিডেন্টের আইন বিষয়ক উপদেষ্টা বিচারপতি এ. আর, কর্নেলিয়াস পদত্যাগপত্র পেশ করেন। ভারতে প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী বেলগাঁওয়ে এক জনসভায় বলেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে না। তবে যে-কোনাে পরিস্থিতি মােকাবিলার জন্য ভারত প্রস্তুত। তিনি বলেন, বাংলাদেশের উদ্বাস্তুরা অবশ্যই নিরাপদে ও মর্যাদার সাথে স্বদেশে ফিরে যাবেন। বাংলাদেশ সঙ্কট নিরসনকল্পে যে-কোনাে রাজনৈতিক সমাধান আওয়ামী লীগের কাছে অবশ্যই গ্রহণযােগ্য হতে হবে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ইরান যাত্রা।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান