You dont have javascript enabled! Please enable it! 1971.10.13 | ১৩ অক্টোবর বুধবার ১৯৭১ - সংগ্রামের নোটবুক

১৩ অক্টোবর বুধবার ১৯৭১

সাবেক প্রাদেশিক গভর্নর আবদুল মােননম খান সন্ধ্যায় বনানীস্থ স্বীয় বাসভবনে গুলিবিদ্ধ হন। দুজন মুক্তিযােদ্ধা একটি প্রাইভেটকারে সাবেক গভর্নরের বাসভবনে আসেন এবং ড্রইংরুমে ঢুকে স্টেনগানের ব্রাসফায়ার করে বিনা বাধায় গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। মােনেম খান শেষ রাতে ঢাকা মেডিকেল কলেজ। হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুনামগঞ্জের উত্তরে মুক্তিবাহিনীর সাথে পাকিস্তানি সেনাবাহিনীর দুটি পৃথক সংঘর্ষ হয়। প্রায় এক হাজার মুক্তিযোেদ্ধা দুভাগে বিভক্ত হয়ে সীমান্তের আধামাইল ভেতরে ঢুকে পাকসেনাদের ঘাঁটিতে হামলা চালান। সংঘর্ষকালে মুক্তিবাহিনীর ক্যাপ্টেন আব্বাস শহীদ হন।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান