১০ অক্টোবর রবিবার ১৯৭১
যমুনা চরে মুক্তিবাহিনীর গােলাবর্ষণে পাকিস্তান নৌবাহিনীর একটি গানবােট যমুনাবক্ষে নিমজ্জিত। গেরিলারা পাগলা রেলওয়ে ব্রিজ ধ্বংস করে ঢাকানারায়ণগঞ্জ রেল চলাচল বন্ধ করে দেন। | ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং নয়াদিল্লিতে বলেন, বিশ্ব-জনমত বাংলাদেশের পক্ষে। শরণার্থীদের জন্য বিদেশি সাহায্য বাংলাদেশ সঙ্কটের রাজনৈতিক সমাধান দেবে না। বাংলাদেশে রাজনৈতিক সমাধানের অর্থ হবে বাংলাদেশ সরকারের কাছে গ্রহণযােগ্য একটি সমাধান।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান