৯ অক্টোবর শনিবার ১৯৭১
শিমলায় অল ইন্ডিয়া কংগ্রেসের সম্মেলনে উদ্বোধনী ভাষণে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ঘােষণা করেন, ভারত সরকার বাংলাদেশের জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামে পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। যে-কোনাে ধরনের পরিস্থিতিতে তার সরকার বাংলাদেশ প্রশ্নে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। ভারত বাংলাদেশের শরণার্থীদের স্বদেশে ফেরত পাঠাতে দৃঢ় প্রতিজ্ঞ। পাকিস্তানের প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান রাজনৈতিক কার্যকলাপের ওপর আরােপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ঘােষণা করেন। গত ২৬ মার্চ এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। জাতিসংঘে পাকিস্তানি প্রতিনিধি দলের সদস্য শাহ আজিজুর রহমান বলেন, ভারতে চলে যাওয়া শরণার্থীদের সংখ্যা ৯০ লাখ নয়, ২০ লাখের সামান্য কিছু বেশি।কাইয়ুমপন্থী মুসলিম লীগের প্রধান খান আবদুল কাইয়ুম খান ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের আদর্শে অবিশ্বাসী শিক্ষকদের চাকরিচ্যুত, যুবকদের বাধ্যতামূলক রাজাকার বাহিনীতে যােগদানের ব্যবস্থা ও শ্রমিকদের পরিবর্তে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রাজাকারদের কলকারখানায় নিয়ােগের জন্য সরকারের কাছে সুপারিশ করেন।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান