৬ অক্টোবর বুধবার ১৯৭১
মুক্তিবাহিনী রাজশাহী জেলার সীমান্ত গ্রাম ঘােষপুরে পাকিস্তানি সেনাবাহিনীর ওপর হামলা চালালে উভয় দলে প্রচণ্ড সংঘর্ষ হয়। মুক্তিসেনারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য হস্তগত করে। কুমিল্লা রণাঙ্গনেও মুক্তিযােদ্ধারা গগাপীনাথপুর, চান্দিনা, সালদানদী ও নয়নপুরে পাকিস্তানি বাহিনীর ওপর হামলা চালায়। মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি পাকিস্তানকে সকল প্রকার সাহায্য দান সম্পর্কিত প্রস্তাব অনুমােদন করে। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেরিলা আক্রমণে গেট প্রহরারত ৩ জন রাজাকার নিহত ও ২ আহত হয়।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান