৩ অক্টোবর রবিবার ১৯৭১
সােভিয়েত প্রেসিডেন্ট নিকোলাই পদগর্নি এক অনির্ধারিত সংক্ষিপ্ত সফরে নয়াদিল্লি আগমন করেন। তিনি ভারতের রাষ্ট্রপতি ভি. ভি. গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে পৃথক আলােচনা বৈঠকে মিলিত হন। মি. পদগনি হ্যানয়ের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগের আগে বলেন, সােভিয়েত ইউনিয়ন বাংলাদেশে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানাের জন্য বর্তমান রুশ-ভারত সম্পর্কের মনােভাবের ভিত্তিতে সম্ভাব্য সবরকম সাহায্যের প্রস্তাব দিয়েছে ।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান