You dont have javascript enabled! Please enable it!

৯ ফেব্রুয়ারি, ১৯৭১ঃ ৬-দফার ভিত্তিতেই শাসনতন্ত্র হবে।

ঢাকার মৌলভি বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় জাতীয় পরিষদ সদস্য শেখ মুজিব এবং প্রাদেশিক পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফার সংবর্ধনা সভায় আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান ৬-দফার ভিত্তিতে দেশে শাসনতন্ত্র প্রণয়নে তাঁর দলের দৃঢ় সংকল্পের কথা পুনর্ল্লেখ করে বলেন, কেউ মানুক আর নাই মানুক শাসনতন্ত্র ৬ দফা ভিত্তিকই হবে। তিনি বলেন, জাতীয় পরিষদে আওয়ামী লীগ শুধু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ দলই নয়, সারাদেশের সংখ্যাগরিষ্ঠ দল। কাজেই শাসনতন্ত্র আওয়ামী লীগ একাই প্রণয়ন করতে পারে। তবে আমরা এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করি। কেউ যদি সহযোগিতা না করে তবে তার দায়িত্ব উক্ত দলেরই। তিনি বলেন জনগনের সরকার কায়েম হলে উপকুলে বাধ এবং যমুনা নদীতে সেতু নির্মাণ করা হবে। অনুষ্ঠানে তিনি যে সকল উপহার পেয়েছেন তা যাদুঘরে দিবেন বলে জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাজ উদ্দিন আহমেদ, অর্থ সম্পাদক জনাব মহসিন(খুলনা) ঢাকা জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ময়েজউদ্দিন এমপিএ, ডঃকামাল হোসেন এমএনএ, জহির উদ্দিন এমএনএ, প্রাদেশিক পরিষদ সদস্য সিরাজুল ইসলাম।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!