৯ ফেব্রুয়ারী ১৯৭১ঃ কে.এইচ.খুরশিদ মুজিবের সাথে দেখা করেছেন।
আজাদ কাশ্মীরের প্রাক্তন প্রেসিডেন্ট এবং জন্মু ও কাশ্মীর মুসলিম লীগের সভাপতি কে.এইচ.খুরশিদ শেখ মুজিবের সাথে তার ধানমণ্ডিস্থ বাসায় সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি এক ঘণ্টা স্থায়ী হয়। প্রথমে একক আলোচনা হলেও পরে আলোচনায় তাজউদ্দিন, খন্দকার মোস্তাক, ডঃকামাল যোগ দেন। খুরশিদের সাথে যোগ দেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মোহাম্মদ আসলাম। পরে সাংবাদিক সম্মেলনে খুরশিদ বলেন ভারতীয় বিমান ছিনতাই এর সাথে এ সফরের কোন সম্পর্ক নেই। নির্বাচনের পর হতেই তিনি মুজিবের সাথে সাক্ষাতের পরিকল্পনা নিয়েছিলেন। ১৯৪৭ সাল থেকেই তিনি মুজিবকে চিনেন বলে জানান।