২০ সেপ্টেম্বর সােমবার ১৯৭১
ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী, লুধিয়ানায় এক সমাবেশে বলেন, যেসব বিদেশি সরকার বাংলাদেশ সমস্যাকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করছে, তারা পক্ষান্তরে পাকিস্তান সরকারের অগণতান্ত্রিক কার্যক্রম ও গণহত্যার নীতিকে সমর্থন করছে। তিনি বলেন, ভারত সরকার চায় তার দেশে অবস্থানকারী বাংলাদেশের শরণার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব তাদের স্বদেশে ফিরে যাক। কিন্তু শরণার্থীরা মুক্ত স্বদেশে ফিরতে আগ্রহী। সিলেট সীমান্তে মুক্তিবাহিনীর সাথে পাকিস্তানি সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ । দুটি সীমান্ত চৌকি মুক্তিবাহিনীর পুনর্দখল। | পূর্ব পাকিস্তানের মন্ত্রী এ, এস, এম, সােলায়মান ঢাকায় বলেন, পাকিস্তানের বীর সেনাবাহিনী শত্রুকে (মুক্তিযােদ্ধা) নির্মূল করে দিয়েছে । শত্রুরা প্রিয় মাতৃভূমি পাকিস্তান ভাঙতে চেয়েছিল। কোনাে শক্তিই পাকিস্তান ভাঙতে পারবে না।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান