১৯ সেপ্টেম্বর রবিবার ১৯৭১
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে যােগদানের জন্য পাকিস্তানি প্রতিনিধি দলের নিউইয়র্ক যাত্রার প্রাক্কালে দলনেতা পিডিপির মাহমুদ আলী করাচিতে বলেন, সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে গণহত্যা চালিয়েছে বলে যে অভিযােগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেননা প্রদেশে সেনাবাহিনীর তৎপরতা এমন কোনাে পরিস্থিতির সৃষ্টি করেনি, যার জন্য ‘গণহত্যা’ শব্দটি ব্যবহৃত হতে পারে। পাকিস্তান নির্বাচন কমিশন ঘােষণা করে ১৯৭১ সালের ২৫ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের ৭৮টি শূন্য আসনে এবং প্রাদেশিক পরিষদের ১০৫টি শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান