১৮ সেপ্টেম্বর শনিবার ১৯৭১
পূর্ব পাকিস্তান জামায়াতের আমীর অধ্যাপক গােলাম আজম নতুন প্রাদেশিক মন্ত্রিসভাকে স্বাগত জানিয়ে বলেন, এই সঙ্কটকালে মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণ করে। মন্ত্রিসভার সদস্যরা শুধু যে বিপদের ঝুঁকি নিয়েছেন তাই নয়, তারা পাকিস্তানের শত্রুদের (মুক্তিবাহিনী) নির্মূল করার কাজে নিয়ােজিত পাকিস্তানের বীর সেনাবাহিনীর প্রতি হতাশ ও আক্ষাকিত মানুষের মধ্যে আস্থার ভাব ফিরিয়ে আনারও গুরুদায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। পিডিপি প্রধান নূরুল আমিন ও পিপিপি প্রধান জুলফিকার আলী ভুট্টো করাচিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে পৃথক আলােচনা বৈঠকে মিলিত হন। রাতে প্রেসিডেন্ট ইয়াহিয়া ঘােষণা করেন, ভবিষ্যৎ শাসনতন্ত্র জাতীয় পরিষদে পেশ করা হবে এবং জাতীয় পরিষদ তা সংশােধন করতে পারবে।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান