১৭ সেপ্টেম্বর শুক্রবার ১৯৭১
গভর্নর ডা. এ. এম. মালিক ১০ সদস্যের প্রাদেশিক মন্ত্রিসভার নাম ঘােষণা করেন। মন্ত্রীরা হলেন রংপুরের আবুল কাশেম, বগুড়ার আব্বাস আলী খান, বরিশালের আখতার উদ্দিন খান, ঢাকার এ. এস, এম, সােলায়মান, খুলনার মওলানা এ. কে. এম. ইউসুফ, পাবনার মওলানা মােহাম্মদ ইসহাক, কুষ্টিয়ার। নওয়াজেশ আহমেদ, নােয়াখালীর ওবায়েদুল্লাহ মজুমদার, চট্টগ্রামের অধ্যাপক শামসুল হক ও পার্বত্য চট্টগ্রামের আউং শু প্রু চৌধুরী। পিডিপি প্রধান নূরুল আমিন ঢাকায় বলেন, পূর্ব পাকিস্তানে অসামরিক সরকার গঠন করা হলেও আমরা এখনও বিপদমুক্ত হইনি। দুশমনের দল এখনও আমাদের চারপাশে ঘােরাফেরা করছে।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান