১১ সেপ্টেম্বর শনিবার ১৯৭১
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্স পাকিস্তানে উন্নয়ন সাহায্য অব্যাহত রাখার ব্যবস্থা অনুমােদনের জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা পাকিস্তান সরকারের প্রতি অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানাের আহ্বান জানিয়েছি যাতে শরণার্থীরা স্বদেশে ফিরে আসতে পারেন এবং কার্যকরভাবে সার্বিক উন্নয়ন কর্মসূচি শুরু করা যেতে পারে। ঢাকার একজন সামরিক মুখপাত্র স্বীকার করেন মুক্তিবাহিনীর গেরিলারা এখন পথে পথে মাইন বসিয়ে রাখছে। রাজাকার ও অন্যান্য আধা-সামরিক বাহিনীর ওপর চোরাগােপ্তা আক্রমণ চালাচ্ছে।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান