You dont have javascript enabled! Please enable it! 1971.09.10 | ১০ সেপ্টেম্বর শুক্রবার ১৯৭১ - সংগ্রামের নোটবুক

১০ সেপ্টেম্বর শুক্রবার ১৯৭১

রাষ্ট্রোদ্রোহিতা, অস্ত্রাগার লুণ্ঠন, অননুমােদিত অস্ত্র বিতরণ, রাষ্ট্রবিরােধীদের ট্রেনিং প্রদান প্রভৃতি অভিযােগে আওয়ামী লীগের ১৪৫ জন এমপিএ-কে সামরিক আদালতে হাজির হবার নির্দেশ । এরা হচ্ছেন ময়মনসিংহের আশরাফ হােসেন, রাশেদ মােশাররফ, আবদুল হাই, নিজামুদ্দিন আহমদ, ডা. নাদিরুজ্জামান, আবদুল হালিম, কুদরতুল্লাহ মণ্ডল, শামসুল হক, হাতেম আলী মিয়া, আমান আলী মিয়া, খন্দকার আব্দুল মালেক ওরফে শহীদুল্লাহ, আবুল মনসুর আহমদ, মােস্তাফা এম. এ. মতিন, আবদুল হাশেম, আবদুল মজিদ (তারা মিয়া), আবদুল খালেক, এ. কে. এম শামসুল হক, এম, এ, কুদ্স; সিলেটের মাসুদ আহমেদ চৌধুরী, আবদুল হাকিম চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, আজিজুর রহমান, এনামুল হক, ডা. আবুল হাশেম, গােপাল কৃষ্ণ মহারত্ন, আবদুর রইস, শমসের মিয়া চৌধুরী, আবদুস জহুর, আবদুল লতিফ, তাইমুস আলী, নওয়াব আলী, সারওয়ার খান, তাওয়াবুর রহিম, আলতাফুর রহমান চৌধুরী; কুমিল্লার সৈয়দ সেরাজুল ইসলাম, লুৎফুল হাই, সৈয়দ ইমদাদুল বারী, আহমেদ আলী, কাজী আকবর উদ্দিন আহমদ, মৌলবী গােলাম মহিউদ্দিন আহমদ, আবদুর রশীদ, এ. আজিজ খান, আমির হােসেন, মীর হােসেন চৌধুরী, আবদুল আওয়াল, জালাল আহমদ, সিকান্দার আলী, আবদুস সাত্তার, ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) এ, বি, সিদ্দিক সরকার, সেরাজুল ইসলাম পাটওয়ারী, মােঃ রাজা মিয়া; টাঙ্গাইলের শেখ নাজমুল ইসলাম, বদিউজ্জামান খান, এম, এ, বাসেত সিদ্দিকী, এ. লতিফ সিদ্দিকী, ইনসান আলী মােক্তার, সেতাব আলী খান, ফজলুর রহমান খান, শামসুদ্দিন আহমদ।

পাবনার মােজাম্মেল হক, আবদুর রব। যশােরের কাজী খাদেম ইসলাম, এ, বি, এম, গােলাম মজিদ, জে. কে. এম. এ. আজিজ, তবিবুর রহমান সরকার, আবুল ইসলাম, এড. নূরুল ইসলাম, শাহ বদিউজ্জামান, এম. মােশাররফ হােসেন, আসাদুজ্জামান মােক্তার, সৈয়দ আতর আলী, শহীদ আলী খান, এস, এম, মতিয়ার রহমান; ফরিদপুরের কাজী হেদায়েত হােসেন, গৌরচন্দ্র বালা, ডা. আফতাব উদ্দিন মােল্লা, ইমাম উদ্দিন আহমদ, আমিনুদ্দিন আহমদ, এড, কাজী আবদুর রশীদ, আখতার উদ্দিন মিয়া, সতীশ চন্দ্র হালদার, ইলিয়াস আহমদ চৌধুরী, আসমত আলী খান মােক্তার মতিয়ার রহমান, আলী আহমদ খান, আবদুর রাজ্জাক, ফণীভূষণ মজুমদার; বরিশালের এ. এক, এম, ইসমাইল মিয়া, আমির হােসেন আমীর, ফজলুল হক, সওগাতুল আলম, মহিউদ্দিন আহমদ, আবদুল করিম সরদার, ক্ষীতিশ চন্দ্র মণ্ডল; খুলনার শেখ আলী আহমদ, এ. রহমান শেখ, কুবেরচন্দ্র বিশ্বাস, এনায়েত আলী, এফ, এম, আলাউদ্দিন।

পটুয়াখালীর সৈয়দ আবদুল হাশেম, আবদুল আজীজ খন্দকার, আবদুল বারেক; কুষ্টিয়ার গােলাম কিবরিয়া, নূরুল হক, ডা, আসহাবুল হক, ইন্নাস আলী, জহুরুল হক, আবদুর রউফ চৌধুরী, আহসান উল্লাহ; নােয়াখালীর আবু নাসের চৌধুরী, মাস্টার রফিকুল্লাহ মিয়া, নূরুল আহমদ চৌধুরী ওরফে কালু চৌধুরী, বিসমিল্লাহ মিয়া, শহিদুল্লাহ ইসকান্দার, সিরাজুল ইসলাম; চট্টগ্রামের মােশারফ হােসেন, মীর্জা আবু মনসুর, আবদুল ওয়াহাব, জহুর আহমদ চৌধুরী, ডা. এম. এ. মান্নান, ডা. বি, এম, ফয়জুর রহমান, মােহাম্মদ উল্লাহ, মৌলভী খয়ের উদ্দিন এডভােকেট, এ, বি, এম, তালেব আলী। | ঢাকার শামসুল হক মিয়া, আবু মােঃ সুবিদ আলী, হামিদুর রহমান, মােঃ সিরাজুল ইসলাম, গাজী গােলাম মােস্তফা, ডা. মােশাররফ হােসেন, হেদায়েতুল ইসলাম, আবদুল হাকিম মাস্টার, মােহাম্মদ আনােয়ার জঙ্গ, মােঃ ময়েজ উদ্দিন, গাজী ফজলুর রহমান, রাজিউদ্দিন আহমদ, মােসলেম উদ্দিন ভুইয়া, ডা. সাদত আলী সিকদার, সাজিদ আলী মিয়া, আফজাল হােসেন, মােঃ আব্দুল মােহাইমেন, খন্দকার মাজাহারুল হক, শাহ মােয়াজ্জেম হােসেন ও জামাল উদ্দিন।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান