৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ১৯৭১
ঔপনিবেশিক দেশ ও জনগণকে স্বাধীনতাদানের ঘােষণা কার্যকরীকরণ সংক্রান্ত জাতিসংঘ বিশেষ কমিটির সভায় বিশ্বশান্তি পরিষদের ভারতীয় প্রতিনিধি মি. কৃষ্ণমেনন বাংলাদেশের মুক্তি আন্দোলনে ওই কমিটির হস্তক্ষেপ কামনা করে বলেন, বাংলাদেশে ঔপনিবেশিক পরিস্থিতি বিরাজ করছে। | পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গােলাম আজম জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে ‘স্বাধীন বাংলাদেশ’ প্রশ্ন ও বাংলাদেশের পক্ষের শক্তিশালী লবিকে মােকাবিলা করার জন্য পাকিস্তানি প্রতিনিধি দলে হামিদুল হক চৌধুরী, মৌলবী ফরিদ আহমদ, বিচারপতি হামুদুর রহমান, ড. সৈয়দ সাজ্জাদ হােসেন, এ. কিউ. এম. শফিকুল ইসলাম, ব্যারিস্টার আখতার উদ্দিন, আবদুস সবুর খান ও ফজলুল কাদের চৌধুরীকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান