You dont have javascript enabled! Please enable it! 1971.09.06 | ৬ সেপ্টেম্বর সােমবার ১৯৭১ - সংগ্রামের নোটবুক

৬ সেপ্টেম্বর সােমবার ১৯৭১

আটচল্লিশ জন প্রাদেশিক পরিষদ সদস্যকে সামরিক আদালতে হাজির হবার নির্দেশ প্রদান । এমপিএ-রা হলেন : রংপুরের আবদুর রহমান চৌধুরী, আজহারুল ইসলাম, ডা. জিকরুল হক, আবিদ আলী, করিমউদ্দিন আহমদ, এলাহী বক্স সরকার, সিদ্দিক হােসেন, গাজী রহমান, শামসুল হক চৌধুরী, আবদুল হাকিম বিএড, আবুল হােসেন, আবদুল্লাহ সরওয়ার্দী, নূরুল ইসলাম, এম, এম, তালেব, ওয়ালিউর রহমান, আজিজুর রহমান দিনাজপুরের গােলাম রহমান, এম. এম. ইউসুফ, এম, আবদুর রহিম, মােঃ খতিবুর রহমান, সরদার মােশাররফ হােসেন, বগুড়ার সায়েদুর রহমান, কসিম উদ্দিন আহমদ, ডা. মােহাম্মদ সারওয়ার, মােজাফফর হােসেন, হাশেম আলী জাহেদী, মাহমুদুল হাসান খান; রাজশাহীর ডা, মইনুদ্দিন আহমদ, এন. এ. হামিদুর রহমান, এ. এ. এম. মেসবাহুল হক, ডা. দামিরুল হক, ইমাজউদ্দিন, গিয়াস উদ্দিন সরদার, আজিজুল ইসলাম খান, রিয়াজউদ্দিন আহমদ, আবদুল হাদী, সরদার আমজাদ হােসেন, ডা. মােঃ আলাউদ্দিন, শঙ্কর গােবিন্দ চৌধুরী, আশরাফুল ইসলাম মিয়া; পাবনার এম. মনসুর আলী, সৈয়দ হায়দার আলী, রওশানুল হক, গােলাম হাসনাইন ও আবদুর রহমান।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান