১ সেপ্টেম্বর বুধবার ১৯৭১
পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান বলেন, ভারত যদি পাকিস্তানের কোনাে এলাকা দখলের চেষ্টা করে তাহলে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘােষণা করতে বাধ্য হবে। তিনি বলেন, দেশের পূর্বাঞ্চলে সীমান্তের কোনাে কোনাে এলাকা ছাড়া সবকিছুই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্ত পরিস্থিতি মমাটেই শান্ত নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় । ঢাকার সামরিক কর্তৃপক্ষ চার জন অধ্যাপক ও তেরাে জন সিএসপি অফিসারকে সামরিক আদালতে হাজির হবার নির্দেশ দেন। অধ্যাপকরা হচ্ছেন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মােজাফফর আহমদ চৌধুরী (রাষ্ট্রবিজ্ঞান), আবদুর রাজ্জাক (রাষ্ট্রবিজ্ঞান), খান সারােয়ার মুরশিদ (ইংরেজি), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাযহারুল ইসলাম (বাংলা) ও বাংলা একাডেমীর আবু জাফর শামসুদ্দিন। | সিএসপি-রা হলেন অর্থ দফতরের যুগ্ম সচিব খন্দকার আসাদুজ্জামান, পার্বত্য চট্টগ্রামের ডিসি এইচ. টি. ইমাম, সিলেটের ডিসি আবদুস সামাদ, পাবনার ডিসি এন, কিউ, খান, সৈয়দ আবদুস সামাদ (পার্বত্য চট্টগ্রাম), রাজশাহীর এডিসি কুদরতে এলাহী চৌধুরী, কিশােরগঞ্জের এসডিও মােঃ খসরুজ্জামান চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার এসডিও কাজী রকিব উদ্দীন আহমেদ, মাগুরার এসডিও ওয়ালিউল ইসলাম, হবিগঞ্জের এসডিও আকবর আলি খান, নড়াইলের এসডিও কামাল উদ্দিন সিদ্দিকী, মেহেরপুরের এসডিও তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও যশােরের সহকারী কমিশনার সা’দত হুসাইন।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান