You dont have javascript enabled! Please enable it!

২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ১৯৭১

করাচিতে পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টো বলেন, পূর্ব পাকিস্তানে গভর্নর হিসেবে ডা, মালিকের নিযুক্তি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে সঠিক পদক্ষেপ নয় ।  প্রাক্তন গভর্নর ও প্রাদেশিক সামরিক আইন প্রশাসক লে. জেনারেল টিক্কা খানের ঢাকা ত্যাগ। ঢাকার শহরতলী নাসিরাবাদ বস্তি এলাকায় সেনাবাহিনীর টহল ইউনিট ও মুক্তিবাহিনীর গেরিলাদের মধ্যে তুমুল সংঘর্ষ ।  ৪৪ জন ইপিসিএস অফিসারকে সামরিক আদালতে হাজির হবার নির্দেশ। ইপিসিএস অফিসাররা হলেন আলতাফ হােসেন খান, জিতেন্দ্র লাল চক্রবর্তী, আলতাফ হােসেন, এ.কিউ.এম, কামরুল হুদা, আবদুল মতিন সরকার, হেলাল উদ্দিন খান, আবদুল লতিফ, আব্দুল হালিম, জিয়াউদ্দিন আহমেদ, ক্ষিতীশ চন্দ্র কুন্ডু, কাজী লুৎফুল হক, মাখন চন্দ্র মাঝি, মােঃ মিজানুর রহমান, আবদুল কাদের মুন্সী, দ্বিজেন্দ্রনাথ বেপারী, মানিকলাল জমাদার, আফতাব উদ্দিন, কৃষানন্দ মােহন দাস, অমিয়াংশু সেন, মােঃ ইসহাক, মােঃ আবদুল আলী, এ. কে. এম. রুহুল আমিন, ইয়াকুব শরীফ, চিত্তরঞ্জন চাকমা, প্রিয়দারঞ্জন দাস, জ্ঞানরঞ্জন সাহা, অমরেন্দ্র মজুমদার, গােলাম আকবর, বিবেকানন্দ মজুমদার, দীপক কুমার সাহা, অনিলচন্দ্র সিংহ, সুবীর কুমার ভট্টাচার্য, আবদুল লতিফ ভুঞা, এ. এইচ. এম, আবদুল হাই, মােঃ আমানত উল্লাহ, রিয়াজুর রহমান, এ. এফ. এম, রমিজ উদ্দিন, জ্যোতি বিনােদ দাস, আজিজুর রহমান, বিভূতিভূষণ বিশ্বাস, জিতেন্দ্র লাল দাস, খান আমির আলী, যােগেশচন্দ্র ভৌমিক ও জহিরুল ইসলাম ভুঞা ।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!