পাকিস্তানকে সৌদি আরবের ৭৮ খানা মার্কিন বিমান প্রদান।
নিক্সন সরকারের কৈফিয়ত কি? লণ্ডনের ফিনান্সিয়াল টাইমস পত্রিকার এক খবরে প্রকাশ সৌদি আরব পাকিস্তানকে ৭৮ খানা মার্কিণ বিমান ধার দিয়েছে। পত্রিকার সংবাদাতা উচ্চপদস্থ পাকিস্তানী কূটনৈতিক মহলের মন্তব্য উদ্ধৃত করে লিখেছেন যে বিমানগুলাে ইতিমধ্যেই পশ্চিম পাকিস্তানের বিমান বন্দরে পৌছে গেছে। রাজনৈতিক মহলের ধারণা, পাকিস্তানকে সরাসরি সামরিক সাহায্য দেওয়ার ব্যাপারে অসুবিধা থাকায় প্রেসিডেন্ট নিক্সন সৌদি আরবের মাধ্যমে পাকিস্তানকে এই সাহায্য দিয়েছেন।
প্রেসিডেন্ট নিক্সন তথা মার্কিণ সরকারের যদি এতে সম্মতি না থাকবে তাহলে মার্কিণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া এই সমস্ত সামরিক বিমান সৌদি আরব কি করে পাকিস্তানকে দিতে পারে? কেননা, এই সমস্ত মার্কিন বিমান নিশ্চয়ই স্বীয় প্রতিরক্ষার কাজে ব্যবহারের জন্যই সৌদি আরবকে দেওয়া হয়েছিল। পর্যবেক্ষক মহলের মতে মার্কিণ সরকার আগাগােড়াই বাংলাদেশ প্রশ্নে দু-মুখাে নীতি অনুসরণ করে চলেছেন। তারা মুখে বাংলাদেশের জনসাধারণের প্রতি সহানুভূতি দেখালেও সেই মার্চ মাস থেকেই বাঙ্গালীদের হত্যা করার জন্য ঘাতক ইয়াহিয়াদের অস্ত্র দিয়ে চলেছেন। হাল আমলে তারা বাইরে সংষম রক্ষার জন্য পাকিস্তান ও ভারতের প্রতি উপদেশ বাণী বর্ষণ করলেও ভেতরে ভেতরে পরােক্ষভাবে অর্থাৎ তৃতীয় দেশের মাধ্যমে পাকিস্তানকে সামরিক সরঞ্জাম দিয়ে চলেছেন। সৌদি আরব কর্তৃক পাকিস্তানকে ৭৮ খানি সামরিক বিমান ধারে প্রদান তারই আরেকটা প্রমাণ।
জয়বাংলা (১)১:২৫ ২৯ অক্টোবর ১৯৭১