You dont have javascript enabled! Please enable it! 1971.09.03 | সিনেটর পার্সি জঙ্গী শাহীর অতিথি হলাে না - সংগ্রামের নোটবুক

সিনেটর পার্সি জঙ্গী শাহীর অতিথি হলাে না

পাকিস্তানের জঙ্গীশাহী কখন কার সম্পর্কে কি ভাবে বলা ও বুঝা মুস্কিল। ইতিপূর্বে প্রভাবশালী মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডীর বাংলাদেশ সফরে আমন্ত্রণ শেষ মুহূর্তে প্রত্যাখ্যান করে জঙ্গীশাহী অপর একজন মার্কিণ  সিনেটর চার্লস পাসিকে “সরকারী অতিথি হিসাবে বাংলাদেশ সফরের প্রস্তাব দেন। কিন্তু চার্লস পার্সি কি ধাতে গড়া জঙ্গীশাহী বােধ হয় তা বুঝে উঠতে পারেনি। তিনি সরাসরি তথাকথিত পাকিস্তান সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়ে দিয়েছেন যে, তিনি সরকারী অতিথির বদলে একজন বে-সরকারী সফরকারী হিসাবেই বাংলাদেশ সফর করবেন। গত ২৮ শে আগষ্ট নয়া দিল্লী থেকে ঢাকা যাত্রার প্রাক্কালে সিনেটর পাসি একথা জানান। তিনি বাংলাদেশ সফরকালে শেখ মুজিব সম্পর্কে খোঁজ খবর নেবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সিনেটর পার্সি বলেন যে, সেখানে তাঁর অনেক কিছু করার আছে। | পর্যবেক্ষক মহলের মতে মিঃ চার্লস পার্টি সরকারী অতিথি হিসাবে বাংলাদেশে গেলে ব্যক্তিগত উদ্যোগে তার কিছুই করণীয় থাকত না। তিনি জঙ্গাশাহী যা বুঝাতে তার বাইরে কিছু বুঝবার, জঙ্গীশাহী যা দেখাতাে তার বাইরে কিছু দেখার সুযােগ পেতেন না। সে জন্যই তিনি সরকারী অতিথি’ হবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

জয়বাংলা (১) ১;১৭। ৩ সেপ্টেম্বর ১৯৭১