You dont have javascript enabled! Please enable it!

মার্কিণ সরকারের সমালােচনায় বােলজ

ভারতে নিযুক্ত সাবেক মার্কিণ রাষ্ট্রদূত মিঃ চেষ্টার বােলজ সম্প্রতি ‘টাইমস অব ইন্ডিয়ার চিঠিপত্র কলমে প্রকাশের জন্য প্রেরিত এক পত্রে বলেন যে, বাংলাদেশে পাকিস্তানের জঙ্গীশাহীর সৃষ্ট পরিস্থিতির দরুণ ভারত সরকার যে সমস্যার সম্মুখীন হয়েছেন তৎসম্পর্কে মার্কিণ সংবাদপত্র কংগ্রেস ও জনগণ আজ একমত। তার জানামতে ভারতের কোন অসুবিধার ব্যাপারে মার্কিণ যুক্তরাষ্ট্রে এমন ঐক্যমত আর কোন সময় প্রতিষ্ঠিত হয়নি। এই ঐক্যমতের মুখে বাংলাদেশ মার্কিণ প্রশাসনের কার্যকলাপ তিনি নেহায়েত দুঃখজনক বলে অভিহিত করেন।  মিঃ বােলজ তার পত্রে জানান যে বিদেশী সংবাদপত্র ও বিদেশী নাগরিকদের কাছে তিনি এতদিন নিজ সরকারের সমালােচনা থেকে বিরত ছিলেন।

তিনি বলেন, বাংলাদেশ সমস্যার একটা রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তানে সামরিক সাহায্য বন্দের জন্য বিশ্ব ব্যাংক যে সুপারিশ করেছেন মার্কিণ প্রশাসন তা মেনে চলতেও ব্যর্থ হয়েছেন তিনি বলেন যে বাংলাদেশ সমস্যার রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তানকে খাদ্যও ঔষধপত্রবাদে অন্যান্য সমস্ত সাহায্য বন্ধ করে দেবার জন্য মার্কিন প্রতিনিধি পরিষদ ইতিমধ্যেই মার্কিন বৈদেশিক সাহায্য কর্মসূচী আইন সংশােধন করেছে। সিলেরে পরবর্তী অধিবেশনে সংশােধনটি বিপুল ভােটাধিক্যে গৃহীত হবে।

জয়বাংলা (১)১:১৭ ৩ সেপ্টেম্বর ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!