You dont have javascript enabled! Please enable it! 1971.07.13 | আমেরিকা তােমার পতাকার তারাগুলাে যেন বুলেটের গর্ত - সংগ্রামের নোটবুক

আমেরিকা তােমার পতাকার তারাগুলাে যেন বুলেটের গর্ত

আমেরিকা বারবার বলেছিল, পাকিস্তানকে আর নতুন করে অস্ত্রশস্ত্র দেওয়া হচ্ছে না এবং পুরনাে শর্তানুযায়ী ও অস্ত্রশস্ত্র যাচ্ছে না। এই কথা দেওয়া হয়েছিল ২৫শে মার্চ থেকে ২১ শে জুন পর্যন্ত। কিন্তু দেখা গেল সবই নির্ভেজাল মিথ্যা। তারপর যখন নিউইয়র্ক টাইমস অস্ত্র পাঠাবার কথা ফাঁস করে দিল তখন মার্কিণ সরকার নাকে কেঁদে বললেন ওটা আমলাতান্ত্রিক মারপ্যাচ’। কিন্তু সম্প্রতি থলের বিড়াল’ বেরিয়ে পড়েছে। 

আমলাতন্ত্র নন প্রেসিডেন্ট নিক্সন নিজের দায়িত্বে অস্ত্র জোগাচ্ছেন পাকিস্তানকে। তিনি নিজেই আমলাতন্ত্রের পরামর্শ নিজেই খারিজ করেছেন। সেই অতি পুরাতন যুক্তি পাকিস্তানকে অস্ত্র না দিলে দেশটা চলে যাবে চীনের খপ্পরে ইত্যাদি। সমগ্র পৃথিবী যখন বাংলাদেশে ইয়াহিয়ার সামরিক আমলাতন্ত্রের মধ্যযুগীয় বর্বরতার নিন্দায় মুখর ঠিক তখনই পেন্টাগণের কর্তৃপক্ষ ইয়াহিয়ার রক্ত হাতকে সবল করার জন্য অস্ত্র পাঠাচ্ছে। আমরা জানি মার্কিন সরকার তার শিল্পপতি ব্যবসায়ীদের স্বার্থে কাজ করে। সম্প্রতি মার্কিণ পত্রিকা বিজনেস উইক বলেছে যদি ভিয়েতনামের যুদ্ধবাবদ সরকারী খরচ বন্ধ হয়ে যায় তাহলে আমেরিকার বৃহত্তম দুইশত কোম্পানীর মধ্যে একশ পচাত্তরটাই ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবে। অর্থাৎ এতেই বােঝা যায় যে, পেন্টাগণ কর্তৃপক্ষ তাদের অস্ত্রের বাজার সৃষ্টির জন্য উদ্বিগ্ন। আমেরিকার সমরনায়কেরা ও সমরশিল্পের সম্রাটেরা নতুন নতুন যুদ্ধের এলাকা খুঁজে বেড়াচ্ছে কারণ তাদের তৈরী সমর সম্ভার বিক্রীর ব্যবস্থা করতে হলে যুদ্ধ বাঁধান চাই।। পাকিস্তানকে আমেরিকা যতই অস্ত্র পাঠাক না কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বানচাল করার ক্ষমতা পৃথিবীর কারােরই নেই। ভিয়েতনামের মানুষ যেমন মার্কিন ঔদ্ধত্যের জবাব দিয়েছে, বীর প্রসবিনী বাংলার মানুষও আজ সেইভাবে জবাব দিতে প্রস্তুত।

স্বদেশ ১: ৩ ১৪ জুলাই ১৯৭১