You dont have javascript enabled! Please enable it!
শেখ মুজিব ও আওয়ামী লীগকে বাদ দিয়ে সমস্যা সমাধান সম্ভব নয়
প্রবল বিশ্ব চাপের মুখে বাংলা দেশের রাজনৈতিক সমস্যা সমাধানের নামে বাঙ্গালী নিধনের নায়ক সেনাপতি ইয়াহিয়া অবুঝ শিশুকে মােয়া দিয়ে বুঝ দেয়ার ন্যায় রাজনৈতিক সমাধানের তথাকথিত ‘পরিকল্পনা’ ঘােষণা করে বিশ্ববাসীকে ধােকা দেয়ার যে কুমতলব এঁটেছিলেন, তা সকলের নিকট ফাস হয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনায়ক ও বুদ্ধিজীবীগণ ইয়াহিয়ার কতাকথিত ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনাকে কোন পাত্তাই দেননি। বাংলাদেশের অধিকৃত এলাকা সফরশেষে চার সদস্যবিশিষ্ট বৃটিশ পার্লামেন্টারী প্রতিনিধিদলের। অন্যতম সদস্য সাবেক বৃটিশ কমনওয়েলথ সংক্রান্ত মন্ত্রী মিঃ আর্থার বটমলী স্পষ্ট অভিমত প্রকাশ করেন, যে শেখ মুজিবর রহমান এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ সমস্যার কোন সমাধানই সম্ভব নয়। প্রতিনিধি দলের অপর সদস্য মিঃ রেজনেন্ড আনেষ্ট প্রেষ্টিস এবং টোরী জেসেলও মিঃ বটমলীর এ অভিমতের প্রতি তাদের সমর্থন ঘােষণা করেন। মিঃ বটমলী আরও বলেন যে, বাংলা দেশের জনগণের দিক ইয়াহিয়ার রাজনৈতিক সমাধানের ফর্মুলা গ্রহণযােগ্য হবে বলে তিনি মনে করেন না। পাকিস্তানকে এখন এ শতাব্দীর সবচেয়ে মারাত্মক অসুবিধার মধ্য দিয়ে চলতে হচ্ছে। বাংলাদেশের জনসাধারণের উপর সামরিক শাসন বলবৎ করে ও তা অব্যাহত রেখে এ সমস্যার সমাধান হবে না। তিনি বলেন, সৈন্যবাহিনী কেমন করে সাড়ে ৭ কোটি মানুষকে দমন করতে পারে? মিঃ প্রেষ্টিস বলেন ঐ এলাকার জনসাধারণের পছন্দমত এমন একটি সমাধান বের করতে হবে যা অবশ্যই সবাইর পক্ষে গ্রহণযােগ্য হতে পারে।
জয়বাংলা (১) 1 ১; ১১ # ২৩ জুলাই ১৯৭১
error: Alert: Due to Copyright Issues the Content is protected !!