স্বাধীন সার্বভৌম রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধুর বিচারের অধিকার ইয়াহিয়ার নেই
— খােন্দকার মােস্তাক
মুজিবনগর, পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া কর্তৃক স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিচারের হুমকিতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী। খােন্দকার মােস্তাক আহমেদ গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রধান শেখ মুজিবের বিচারের অধিকার ইয়াহিয়ার নেই। তিনি জাতিসংঘ সেক্রেটারী এবং বিশ্বের সচেতন মানুষের কাছে এ ব্যাপারে হস্তক্ষেপের জন্য আহ্বান জানান। এখানে উল্লেখযােগ্য যে, গত ১৯শে জুলাই ফিনান্সিয়াল টাইমস পত্রিকার প্রতিনিধি নেভিল ম্যাক্সওয়েলের সঙ্গে দু’ঘণ্টা ব্যাপী এক সাক্ষাৎকারে ইয়াহিয়া খান বলেন যে, মুজিবের শীঘ্রই বিচার হবে। তার পক্ষ সমর্থনের জন্য একজন পাকিস্তানী আইনজীবী থাকবেন, কোন বিদেশী আইনজীবী নয়। এই বিচার সামরিক আদালতে হবে এবং গােপনে হবে। যে সব অভিযােগ করা হবে তা প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হবে। মুজিবের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযােগ আনার জন্য তাঁর ওপর চাপ দেওয়া। হচ্ছে।
বাংলাদেশ (1) ১ : ৯
১৯ জুলাই ১৯৭১