You dont have javascript enabled! Please enable it! 1971.04.18 | ত্রিপুরার স্কুল-কলেজে ছুটি ঘােষণা | কালান্তর - সংগ্রামের নোটবুক

ত্রিপুরার স্কুল-কলেজে ছুটি ঘােষণা

আগরতলা, ১৭ এপ্রিল ত্রিপুরার সমস্ত স্কুল-কলেজগুলি গ্রীষ্মের ছুটির একমাস আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। ইউ, এন, আই-এর সংবাদে কোন কারণ বলা না হলেও অনুমান করা হচ্ছে, বাঙলাদেশ থেকে যে, উদ্বাস্তরা আসছে তাদের আশ্রয় দানের উদ্দেশ্যেই এই ব্যবস্থা।
আগরতলা সরকারী সূত্রের সংবাদে প্রকাশ, উদ্বাস্তুদের সংখ্যা আজ ত্রিশ হাজারে পৌঁছেছে।
তেরটি উদ্বাস্তু শিবিরে প্রায় দশ হাজার নরনারী আশ্রয় নিয়েছেন। অবশিষ্টরা আত্মীয়-স্বজনের আশ্রয়ে আছেন। এই উদ্বাস্তুদের জন্য ত্রিপুরা সরকার এ পর্যন্ত এক লক্ষ টাকা খরচ করেছেন।

সূত্র: কালান্তর, ১৮.৪.১৯৭১