২৮ আগস্ট শনিবার ১৯৭১
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত জর্জ বুশ মহাসচিব উ থান্টের সাথে সাক্ষাৎ করে জানান, পূর্ব পাকিস্তানের মার্কিন সাহায্য সমন্বয়ের জন্য মার্কিন টাস্কফোর্স গঠন করা হয়েছে। | বিচারপতি আবু সাঈদ চৌধুরী বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদস্য মনােনীত হন। এর আগে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশের ফলে পাকিস্তান সরকারের অনুরােধে এই কমিশনের সদস্যপদ থেকে তার মনােনয়ন প্রত্যাহার করা হয়। সিনেটর এডওয়ার্ড কেনেডি ও ভারতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত চেস্টার বােন্স বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমানকে শাস্তি দেওয়া হলে পাকিস্তানের সব ধরনের মার্কিন সাহায্য বন্ধ করে দেওয়ার জন্য দাবি জানিয়ে প্রচার অভিযান শুরু করেন। পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গােলাম আজম বলেন, স্লোগান আওড়িয়ে বিচ্ছিন্নতাবাদীদের মােকাবিলা করা যাবে না। সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে সেনাবাহিনীকে সহযােগিতা করুন। রাজাকার বাহিনীতে যােগ দিন।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান