২১ আগস্ট শনিবার ১৯৭১
জাতিসংঘের মহাসচিব উথান্ট আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের গােপন বিচার বন্ধ রাখার জন্য যে বিবৃতি দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদ তার সমালােচনা করে বলে, জাতিসংঘ মহাসচিব এ ব্যাপারে ক্ষমতা বহির্ভূত হস্তক্ষেপ করেছেন। পরিষদে গৃহীত এক প্রস্তাবে বলা হয়, শেখ মুজিবুর রহমানের বিচার অনুষ্ঠান পাকিস্তান সরকারের নিজস্ব বিষয়। এ ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের হস্তক্ষেপ করার কোনাে অধিকার নেই। পূর্ব পাকিস্তান সরকার আনসার অধ্যাদেশ ১৯৪৮ বাতিল করে ‘রাজাকার অধ্যাদেশ ১৯৭১’ জারি করে। সুন্দরবনে মুক্তিবাহিনী ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। যুদ্ধে মুক্তিসেনাদের নেতৃত্ব দেন রাইফেলস্-এর ক্যাপ্টেন নাজমুল হুদা।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান