You dont have javascript enabled! Please enable it! 1971.08.19 | ১৯ আগস্ট বৃহস্পতিবার ১৯৭১ - সংগ্রামের নোটবুক

১৯ আগস্ট বৃহস্পতিবার ১৯৭১

পাকিস্তান সরকারের ঘােষণা পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্যপদে অধুনালুপ্ত আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত ৯৪ জন সদস্যের সদস্যপদ ব্যক্তিগত পর্যায়ে বহাল থাকবে। পাকিস্তানের পূর্বাঞ্চলে (বাংলাদেশ) যুক্তরাষ্ট্রের সাহায্য সমন্বয়কারী মরিস উইলিয়ামস ও প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।  ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র রবার্ট ম্যাকক্সি বলেন, পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে গণহত্যা চালিয়েছে বলে সিনেটর এডওয়ার্ড কেনেডি যে অভিযােগ করেছেন যুক্তরাষ্ট্র সরকার তার সাথে একমত নন।  ঢাকায় পূর্ব পাকিস্তানের গভর্নর টিক্কা খান ও পিডিপি নেতা নসরুল্লাহ খান বৈঠকে মিলিত হন। সামরিক আইন প্রশাসক জেনারেল টিক্কা খান আওয়ামী লীগের ২৯ জন জাতীয় পরিষদ সদস্যকে সামরিক আদালতের সামনে হাজির হবার নির্দেশ দেন। এঁরা হলেন আবদুল মমিন, আবদুল হামিদ, জিলুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, মৌলবী হুমায়ুন খালিদ, শামসুর রহমান, তাহের উদ্দিন ঠাকুর, আলী আজম, আবদুস সামাদ আজাদ, মােহাম্মদ আবদুর রব, মােস্তাফা আলী, এ. কে.  লতিফুর রহমান চৌধুরী মানিক, দেওয়ান ফরিদ গাজী, মােহাম্মদ ইলিয়াস, ফজলুর রহমান, এ. কে. এম. শামসুজ্জোহা, আবদুল করিম বেপারী, এ. ভূঁইয়া, শামসুল হক, কে, এম, ওবায়দুর রহমান, মােল্লা জালালউদ্দীন, শামসুদ্দিন মােল্লা, এম, এ, গফুর, শেখ আবদুল আজিজ, নূরুল ইসলাম মঞ্জুর, এ. মান্নান। হাওলাদার, আবদুর রব সেরনিয়াবাত এবং এনায়েত হােসেন খান।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান