You dont have javascript enabled! Please enable it!

১৭ আগস্ট মঙ্গলবার ১৯৭১

লাহােরে পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গােলাম আজম বলেন, ভারত পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার ব্যাপারে সশস্ত্র অনুপ্রবেশকারী (মুক্তিযােদ্ধা) পাঠিয়ে প্রকৃতপক্ষে পাকিস্তানের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং যুদ্ধের মাধ্যমেই পাকিস্তানকে তার জবাব দিতে হবে। তিনি বলেন, আর সময় নষ্ট নয়, ভারতের ওপর আক্রমণ চালিয়ে আসাম দখল করা উচিত। গােলাম  আজম আওয়ামী লীগের ৮৮ জন জাতীয় পরিষদ সদস্যের আসন বহাল থাকায় উদ্বেগ প্রকাশ করেন। ‘খ’ অঞ্চলের সামরিক প্রশাসক লে. জেনারেল টিক্কা খান আওয়ামী লীগের ১৬ জন জাতীয় পরিষদ সদস্যকে ২৩ আগস্টের মধ্যে সামরিক আদালতের সামনে হাজির হবার নির্দেশ দিয়ে বলেন, তারা হাজির না হলে অনুপস্থিতিতেই তাদের বিচার করা হবে। এঁরা হচ্ছেন আনােয়ার রহমান তালুকদার, মােহাম্মদ বায়তুল্লাহ, খালিদ আলী মিয়া, শাহ মােহাম্মদ জাফরউল্লাহ, এ. এইচ. এম, কামরুজ্জামান, আমিরুল ইসলাম, আজিজুর রহমান আক্কাস, আবু আহমদ আবজালুর রশিদ, কামরুজ্জামান, ইকবাল আনােয়ারুল ইসলাম, সুবােধ কুমার মিত্র, খােন্দকার আবদুল হাফিজ, সােহরাব হােসেন, এম. রওশন আলী, মােহাম্মদ মহসীন ও শহীদ উদ্দিন।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!