১৫ আগস্ট রবিবার ১৯৭১
মার্কিন সিনেটের উদ্বাস্তু সংক্রান্ত সাব-কমিটির চেয়ারম্যান সিনেটর এডওয়ার্ড কেনেডি নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পররাষ্ট্রমন্ত্রী শরণ সিংয়ের সাথে বাংলাদেশ প্রসঙ্গ ও শরণার্থী পরিস্থিতি নিয়ে আলােচনা করেন। খুলনার কচুয়া থানার মাধবকাটিতে মুক্তিবাহিনীর সাথে পাকিস্তানি সেনাবাহিনীর সংঘর্ষ। নেত্রকোনায় কান্দুলিয়া রেল সেতুতে মাইন বসানাের সময় গেরিলাদের সাথে পাকিস্তানি বাহিনীর গুলি বিনিময়। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হামিদুল হক চৌধুরী লন্ডনে বলেন, যারা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখছেন তারা মীর জাফরের মতােই ভুল করছেন। মীর জাফর বাংলার স্বাধীনতা বিকিয়ে দিয়েছিল। মুক্তিবাহিনীর নৌ-কমান্ডােরা চট্টগ্রাম, খুলনা, নারায়ণগঞ্জ ও চাঁদপুরে পাকিস্তানি সেনাবাহিনীর নেী-জাহাজ ধ্বংস করে সারাবিশ্বের দৃষ্টি আকর্ষণ করেন।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান