You dont have javascript enabled! Please enable it!

১৪ আগস্ট শনিবার ১৯৭১

পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শান্তি কমিটির উদ্যোগে ঢাকায় আয়ােজিত এক আলােচনা সভায় প্রাদেশিক জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গােলাম আজম বলেন, এবার শুধু তারাই স্বাধীনতা দিবস পালন করছে। যারা পাকিস্তানকে প্রাণের চেয়েও বেশি ভালােবাসে। তিনি বলেন, পাকিস্তানের ঘরে-বাইরে শত্রুর অভাব নেই। তবু একথা এক শ ভাগ সত্য, পাকিস্তান টিকে থাকার জন্যই প্রতিষ্ঠা লাভ করেছে। তিনি বলেন, আমরা পাকিস্তানকে অখণ্ড রাখার জন্য সংগ্রাম করছি। এ দেশ টিকে না থাকলে আমাদের মুসলমান হিসেবে টিকে থাকা মুশকিল হবে। বিভ্রান্ত বাঙালি ভাইরা যদি এ কথা না বােঝে তা হলে তাদের এদেশে থাকার কোনাে অধিকার নেই। ভারতকে যদি তারা বন্ধু ভাবে তাহলে তাদের সেখানে চলে যাওয়া উচিত। সিনেটর এডওয়ার্ড কেনেডি পশ্চিমবঙ্গে বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করেন। পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন মুক্তিবাহিনী, মুক্তিফৌজ, গেরিলা ও নৌ-কমান্ডােরা একযােগে বিভিন্ন শহর, গুরুত্বপূর্ণ এলাকা, নৌবন্দরগুলােতে হামলা চালায়। চট্টগ্রাম ও খুলনায় নৌ-কমান্ডােদের লিমপেট মাইনে বেশ কয়েকটি শক্ৰজাহাজ ঘায়েল হয় ।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!