১২ আগস্ট বৃহস্পতিবার ১৯৭১
ঢাকা থেকে ২৫ মাইল দূরে আড়িখােলায় মুক্তিবাহিনী রেল ব্রিজ উড়িয়ে দেয়। লন্ডনে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হামিদুল হক চৌধুরী ব্রিটিশ মন্ত্রীদের সাথে সাক্ষাৎকালে বলেন, পূর্ব পাকিস্তানের জনগণ বর্তমানে যেসব অসুবিধার সম্মুখীন হয়েছে, তা সেনাবাহিনীর সৃষ্ট নয়। এর জন্য দায়ী সশস্ত্র অনুপ্রবেশকারীরা (মুক্তিযােদ্ধা)। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্স ওয়াশিংটনে পাকিস্তানি রাষ্ট্রদূতের কাছে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের ভাগ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমানের বিচার সম্পর্কে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ওপর প্রভাব বিস্তারের জন্য জাতিসংঘ মহাসচিব ও ২৪টি দেশের রাষ্ট্রপ্রধানের প্রতি আবেদন জানান। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এ. এইচ, এম, কামরুজ্জামান মুজিবনগরে বলেন, মুক্তিযুদ্ধ এখন কেবল মুক্তিফৌজ ও দখলদার পাকিস্তানি বাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই। এই লড়াই এখন জনযুদ্ধে পরিণত হয়েছে। দেশবাসী হানাদারদের বিতাড়িত করে স্বদেশভূমিকে মুক্ত করতে বদ্ধপরিকর।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান