You dont have javascript enabled! Please enable it! 1971.07.02 | বিক্ষোভের মুখে পাকিস্তান এইড কনসাের্টিয়াম আর সাহায্য দেবে না | জয়বাংলা | ২ জুলাই ১৯৭১ - সংগ্রামের নোটবুক

বিক্ষোভের মুখে পাকিস্তান এইড কনসাের্টিয়াম আর সাহায্য দেবে না | জয়বাংলা | ২ জুলাই ১৯৭১

প্যারিসে অনুষ্ঠিত পাকিস্তান এইড-কনসাের্টিয়াম সদস্যরা এক বিক্ষোভের সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত অধিবেশন স্থগিত রাখেন এবং ঘােষণা করেন যে বর্তমান অবস্থায় পাকিস্তানকে আর যে কোন রকম সাহায্য দেওয়া সম্ভব নয়। লন্ডন থেকে আগত শত শত বাঙালী প্যারিসে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। বিশ্ব ব্যাঙ্কের চেয়ারম্যান মিঃ কার্গিল পাকিস্তানকে সাহায্যকারী সংস্থা কনসাের্টিয়ামের বৈঠক অনির্দিষ্টকাল স্থগিত রাখার সুপারিশ করেছেন। মিঃ কার্গিল গত মাসের প্রথম ভাগে পশ্চিম পাকিস্তান ও বাংলাদেশের দখলীকৃত এলাকা সফর করেন। এই সফর কালে মিঃ কার্গিল লক্ষ্য করেছেন যে, রাজনৈতিক অনিশ্চিয়তা, যুদ্ধাবস্থা ও আর্থিক মন্দার জন্য বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তানের পরিস্থিতি বিদেশী মূলধন বিনিয়ােগের পক্ষে মােটেই উপযােগী নয়। তাছাড়া বাংলাদেশে ইয়াহিয়াশাহীর দস্যু সৈন্যদের ধ্বংসলীলার। দৃশ্য ও তাঁর চোখ এড়ায়নি। ফলে বাংলাদেশে যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের সামরিকশাহীর হাতে সাহায্য দেয়া তিনি নিরাপদ মনে করেন না।

জয়বাংলা (১)১: ৮ ২ জুলাই ১৯৭১