You dont have javascript enabled! Please enable it!

পাকিস্তান বা ইসলামের জন্য নয়, এ হচ্ছে ক্ষমতার লড়াই -খান আবদুল গফুর খান | বাংলাদেশ | ৯ আগস্ট ১৯৭১

কাবুল, ২রা আগষ্টঃ সীমান্ত গান্ধী জনাব আবদুল গাফফার খান কাবুলে প্রদত্ত এক বিবৃতিতে ইয়াহিয়া খার তিক্ত সমালােচনা করেছেন। বিবৃতিতে তিনি বলেন ইয়াহিয়ার এই নারকীয় হত্যাকাণ্ড পাকিস্তান বা ইসলামের জন্য নয়। এ হচ্ছে আপন ক্ষমতা সুপ্রতিষ্ঠিত ও পাঞ্জাবী প্রভুদের হাম বড়ামী রক্ষার লড়াই। তিনি পাঞ্জাবী সামন্ত প্রভু মিঃ ভুট্টোরও সমালােচনা করেন। পাকিস্তানের পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেনঃ পাকিস্তানী তার ভাই পাকিস্তানী দ্বারা নিহত হচ্ছে এবং মুসলমান সৰ্বশক্তি প্রয়ােগ করে তার মুসলমান ভাইকে নির্বংশ করছে। একই জাতি হিসাবে একই দেশে বাস করার আহ্বান এবং পাকিস্তানের আদর্শ ও ইসলামের ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে দেশের ঐক্য ও সংহতি রক্ষার কি চমৎকার পদ্ধতি। আজ এটা কি সত্য নয় যে এক পাকিস্তানী তার পাকিস্তানী ভাইয়ের গণহত্যা অত্যাচার থেকে রক্ষা পেতে দেশ ছেড়ে গিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে, যে ভারত নাকি হিন্দুর দেশ এবং পাকিস্তান ও ইসলামের শত্রু? আরাে আশ্চর্যের বিষয় হিন্দুরাই এই মুসলমানদেরকে রক্ষা করছে। পাকিস্তানের তথাকথিত আদর্শ ও দ্বিজাতি তত্ত্বের এখন কি পরিণত হল। এখন কিসের জোরে পূর্ব ও পশ্চিম পাকিস্তান এক রাখা যাবে? পশু শক্তি প্রয়ােগে কোন সমস্যার সমাধান হয়?  প্রসঙ্গত উল্লেখযােগ্য যে জনাব গফফার খান ন্যাপ সভাপপতি ওয়ালী খানের বাবা এবং পাক-ভারতের স্বাধীনতার একজন প্রথম কাতারের সৈনিক। দীর্ঘদিন তিনি কুমিল্লার অভয় আশ্রমেও ছিলেন। পাকিস্তানের স্বাধীনতার ফলস্বরূপ তিনি স্বীয় জন্মভূমি থেকে বিতাড়িত ।

বাংলাদেশ (১) ৪১:১০ ৯ আগস্ট ১৯৭১।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!