১১ আগস্ট বুধবার ১৯৭১
নেজামে ইসলামীর সহ-সভাপতি মওলানা সৈয়দ মাহমুদ আল-মাদানী ঢাকার মীরকাদিমে শান্তি কমিটির এক সভায় বক্তৃতাকালে গেরিলা হামলায় ঘটনাস্থলেই নিহত হন। হােটেল ইন্টারকন্টিনেন্টালে বােমা বিস্ফোরিত হলে তিন ব্যক্তি আহত হয়। দিনাজপুরে গেরিলাদের পুতে রাখা মাইন বিস্ফোরণে একটি বাস সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। জামায়াতে ইসলামীর প্রাদেশিক আমীর অধ্যাপক গােলাম আজম এক বিবৃতিতে বলেন, তথাকথিত বাংলাদেশ আন্দোলনের সমর্থকরা ইসলামের দুশমন। তারা ইতােমধ্যে বহু ঈমানদার ও দেশপ্রেমিককে হত্যা করেছে। তিনি বলেন, দু-একজন নেতাকে হত্যা করে পূর্ব পাকিস্তানে ইসলামি জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গােপন বিচার শুরু বিশেষ সামরিক আদালতে।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান