You dont have javascript enabled! Please enable it!

সামরিক জান্তার এখন উভয় সংকট | জয়বাংলা | ২০ আগস্ট ১৯৭১

পশ্চিম পাকিস্তানের জঙ্গীশাহী বিচার-প্রহসনের নামে সাড়ে সাত কোটি বাঙালীর প্রাণ প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রাণ হননের যে ষড়যন্ত্র করছে তাতে বাংলাদেশের অবরুদ্ধ এলাকার জনসাধারণের মনে তীব্র ক্ষোভ ও ক্রোধের সঞ্চার হয়েছে। ফলে অবরুদ্ধ এলাকা মুক্তি সশ্রম আরও সংহত ও জোরদার হয়ে উঠছে। বঙ্গবন্ধুর বিচার প্রহসন বন্ধ করার এবং তাকে মুক্তিদেবার দাবীতে ঢাকা শহরের দেয়ালে দেয়ালে পােস্টার পড়তে শুরু করেছে। | অপরদিকে বঙ্গবন্ধুর প্রশ্নে হত্যাযজ্ঞের উল্লাসে মত্ত সামরিক জান্তার ঐক্য জোটে মারাত্মক কোন্দল দেখা দিয়েছে বলে অবরুদ্ধ এলাকা থেকে সদ্য আগত জনৈক বিশিষ্ট চিকিৎসাবিদ গত বৃহস্পতিবার এ সংবাদ। দিয়েছেন। তিনি বলেন যে, বাংলাদেশের অবরুদ্ধ এলাকার জল্লাদগণের ও সামরিক প্রশাসক টিক্কাখান গােড়াতেই বঙ্গবন্ধুকে হত্যা করার পক্ষপাতী ছিল। অপর দিকে সামরিক জান্তার অপর একটি দল চাচ্ছে অবস্থা বুঝে ব্যবস্থা করতে এবং বঙ্গবন্ধুর প্রাণের মূল্যে বাংলাদেশকে নেয়া সম্ভব কিনা তা বাজিয়ে দেখতে। কিন্তু এখন তাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে যে বাংলাদেশের মানুষ বাংলাদেশে ও বঙ্গবন্ধু, উভয়কেই মুক্ত করতে বদ্ধপরিকর। তাই তারা এক্ষণে গােপনে নাকি এমন এক বন্ধুর সন্ধান করছে যে পশ্চিম পাকিস্তানের এই উভয় সংকটের চোরাবালী থেকে উদ্ধার করতে পারে। তাই তারা নাকি এখন মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন এবং জাতিসংঘের সেক্রেটারী জেনারেলের দোরে র্ধনা দিচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে উত্থাট ও বিশেষ তৎপর হয়ে উঠেছেন। বঙ্গবন্ধুর বিচার সম্পর্কে ইসলামবাদের আকস্মিক নীরবতার কারণ জানা সম্ভব হয়নি।

জয়বাংলা (১) ১:১৫ ২০ আগস্ট ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!