You dont have javascript enabled! Please enable it! 1971.11.26 | নিষ্ঠুর নিষ্পেষণই বাঙ্গালীদের বাধ্য করেছে অস্ত্রধারণ করতে | জয়বাংলা | ২৬ নভেম্বর ১৯৭১ - সংগ্রামের নোটবুক

নিষ্ঠুর নিষ্পেষণই বাঙ্গালীদের বাধ্য করেছে অস্ত্রধারণ করতে | জয়বাংলা | ২৬ নভেম্বর ১৯৭১

মস্কোর প্রভাবশালী রাজনৈতিক সাপ্তাহিক পত্রিকা নিউ টাইমস-এ একজন বিশিষ্ট সােভিয়েট লেখক এই অভিমত প্রকাশ করেন যে, বাংলাদেশের মুক্তি আন্দোলনের জন্য পাকিস্তান সরকার নিজেই দায়ী। পত্রিকার সর্বশেষ সংখ্যায় লিখিত এক প্রবন্ধে লেখক মিঃ এ, উলমুকী লিখেছেন, পাকিস্তানের নিষ্ঠুর। নিষ্পেষণই জন্ম দিয়েছে স্বাধীন বাংলার দাবী। বাংলাদেশের আন্দোলনের ইতিহাস বিবৃতি করে লেখক উলমুকী বলেন পঁচিশে মার্চের পূর্ব পর্যন্ত বাঙ্গালীরা শুধু স্বায়ত্তশাসনই চেয়েছিল এর বেশী কিছু নয়। কিন্তু পাকিস্তানী সামরিক বাহিনীর অত্যাচারের পরিপ্রেক্ষিতে বাঙ্গালীরা বাধ্য হয়েছে অস্ত্র ধারণ করতে এবং মুক্তি বাহিনী গড়ে তুলতে।  সােভিয়েট সংবাদপত্র জগতে এই প্রথম বাংলাদেশের মুক্তি বাহিনীর জন্মবৃত্তান্ত উল্লেখিত হল এবং তারা পাকিস্তানী বাহিনীর উপর যে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছেন তাও উল্লেখিত হল। প্রবন্ধকার বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একমাত্র পন্থা হিসাবে শেখ মুজিবুর রহমানকে সক্রিয় রাজনৈতিক জীবনে পুনঃপ্রতিষ্ঠার দাবী করেন। তিনি লিখেছেন, পাকিস্তানী কর্তৃপক্ষ নিজেরাই সমস্যার সৃষ্টি করেছেন। তারা কোন যুক্তি-তর্কের ধার ধারছেন না এবং সমস্যার একটি রাজনৈতিক সমাধানের বাস্তববাদী পক্ষে অগ্রসর হতে অস্বীকৃতি জানাচ্ছেন। সমস্যার রাজনৈতিক সমাধানের বদলে পাকিস্তানী কর্তৃপক্ষ সামরিক সমাধানের উপর জোর দিচ্ছেন বলে লেখক অভিযােগ করেন।

জয়বাংলা (১)১:২৯। ২৬ নভেম্বর ১৯৭১