১০ আগস্ট মঙ্গলবার ১৯৭১
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্স বাংলাদেশ প্রশ্নে পাকিস্তান-ভারত পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সদর দফতরে মহাসচিব উ থান্টের সাথে আলােচনা করেন। চার ঘণ্টাব্যাপী এ বৈঠকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত জর্জ বুশ উপস্থিত ছিলেন। পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানের বিচারের যে সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দফতর তাতে উদ্বেগ প্রকাশ করে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিং বলেন, কয়েক সপ্তাহ আগে শেখ মুজিবুর রহমানের বিচার করা হবে বলে প্রথম যে খবর বের হয় সে সময় যুক্তরাষ্ট্র সরকারের মতামত পাকিস্তান। সরকারকে জানিয়ে দেওয়া হয়। তিনি বলেন, মানবিক কারণে আমাদের উদ্বেগ পাকিস্তান সরকারের কাছে প্রকাশ করেছি। শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে এ মুহূর্তে ব্যবস্থা গ্রহণ পূর্ব পাকিস্তানে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের সম্ভাবনার ওপর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে আমরা উল্লেখ করেছি।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান