সােভিয়েত ইউনিয়নের মতে ইহা জাতীয় মুক্তির সংগ্রাম যাহার মধ্যে গৃহযুদ্ধের উপাদান রহিয়াছে | মুক্তিযুদ্ধ | ১৪ নভেম্বর ১৯৭১
বাঙলাদেশের লড়াই জাতীয় মুক্তির সংগ্রাম নয়াদিল্লী হইতে প্রাপ্ত খবরে জানা যায়, ভারত সফররত সােভিয়েত পার্লামেন্টারি দলের নেতা ভি, কুদ্রিয়াৎসেভ বাঙলাদেশের আন্দোলনের চরিত্র ব্যাখ্যা প্রসঙ্গে বলিয়াছেন যে, ইহা জাতীয় মুক্তির সংগ্রাম যাহার মধ্যে গৃহযুদ্ধের উপাদান রহিয়াছে। গত মঙ্গলবার নয়াদিল্লীতে এক সাংবাদিক সম্মেলনে ভারত, ফ্রান্স ও ইতালীর কমিউনিষ্ট পার্টিগুলি বাঙলাদেশের সংগ্রামকে জাতীয় মুক্তি সংগ্রাম বলিয়া অভিহিত করিয়াছে, সে সম্পর্কে সােভিয়েতের পার্টির। দৃষ্টিভঙ্গি কি এই মর্মে এক প্রশ্নের জবাবে ডি.কুদ্রিয়াসেভ বলেন যে, সােভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি এই মূল্যায়নের সহিত একমত। | সােভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মুখপত্র প্রাভদা ভারতে আশ্রয় গ্রহণকারী পূর্ব বাঙলার ৯০ লক্ষ শরণার্থীকে পূর্ণ নিরাপত্তা ও স্বাধীনতার পরিবেশে দেশে ফিরাইয়া লওয়ার জন্য পার্ক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাইয়াছে। প্রাভদার গত মঙ্গলবারের সংখ্যায় সংশ্লিষ্ট বিষয়ের উপর এক বিস্তারিত ভাষ্যে পূর্ব বাঙলার রাজনৈতিক সংকট ও তাহার ফলে সৃষ্ট ভারতে শরণার্থী সমস্যাকে উপমহাদেশের পরিস্থিতির ক্রমাবনতির মূল কারণ বলিয়া উল্লেখ করা হয়। প্রাভদায় বলা হয় যে, পাকিস্তান সরকার শরণার্থীর স্বদেশে ফিরিয়া যাওয়ার অধিকার স্বীকার করিয়া লইয়াছে, এখন তাহাদের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য পূর্ণ নিরাপত্তা ও স্বাধীনতাকে নিশ্চিত করে এমন একটি পরিবেশ সৃষ্টির দায়িত্ব নিঃসন্দেহে পাকিস্তান সরকারের।’ | প্রাভদায় আরও বলা হয় যে, পাকিস্তানে কিছু সংখ্যক উগ্রপন্থী ও উষ্ণ মস্তিষ্কের লােক সকল ন্যায় ও মুক্তির বিরুদ্ধে দাঁড়াইয়া উপমহাদেশের পরিস্থিতির জন্য ভারতকে দোষারােপ করিতেছে ও দুই দেশের মধ্যে একটি সংঘর্ষ বাধাইবার চেষ্টা করিতেছে। | গত ৬ই নভেম্বর বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়ােজিত মস্কোর এক সভায় মস্কো পার্টি কমিটির প্রধান ও সােভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরাে সদস্য ভি.ডি, গ্রিওসিন এক জোরালাে বক্তৃতায় পূর্ব বাঙলা সমস্যার দ্রুত সমাধানের জন্য পাক কর্তৃপক্ষের নিকট দাবি জানান। পর্যবেক্ষকগণ বিপ্লব বার্ষিকীয় সভায় বাঙলাদেশ প্রসঙ্গে এই বক্তব্যের উপর বিশেষ গুরুত্ব আরােপ করিতেছেন।
মুক্তিযুদ্ধ। ১: ১৯ ১৪ নভেম্বর ১৯৭১