You dont have javascript enabled! Please enable it! 1971.10.04 | বাংলাদেশ সমস্যার প্রতি রাশিয়ার গভীর আগ্রহ | বাংলাদেশ | ৪ অক্টোবর ১৯৭১ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ সমস্যার প্রতি রাশিয়ার গভীর আগ্রহ | বাংলাদেশ | ৪ অক্টোবর ১৯৭১

স্বাধীন বাংলার নেতৃবৃন্দের অভিমত। মুজিবনগর ৩রা অক্টোবর- ভারত ও সােভিয়েটের সাম্প্রতিক যুক্ত ইস্তাহারে বাংলাদেশ সমস্যা সম্পর্কে সােভিয়েট সরকারের গভীর আগ্রহ প্রতিফলিত হয়েছে। বাংলাদেশ সরকার এই অভিমত প্রকাশ করেছেন। | গতকাল এখানে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার এক বৈঠক ভারত ও সােভিয়েট প্রধানমন্ত্রীর মুক্ত বিবৃতিটি নিয়ে আলােচনা করা হয়। এই সভায় পৌরােহিত্য করেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। উক্ত বিবৃতিতে রাজনৈতিক সমাধানের কথা বলা হলেও পূর্ববঙ্গের জনসাধারণের ইচ্ছা, অধিকার ও আইনসম্মত স্বার্থ রক্ষার জন্য জরুরী ব্যবস্থা নেওয়ার কথা সমর্থন করা হয়। | বাংলাদেশ মন্ত্রীদের মতে এই তিনটিই হল মূল কথা এবং এতেই বােঝা যায় যে, বাংলাদেশের যে সাড়ে সাত কোটি মানুষের প্রতি মুহূর্তে রক্ত ঝড়ছে তাদের পূর্ণ স্বাধীনতাকেই সমর্থন করা হয়েছে।’ বাংলাদেশের নেতারা মনে করেন শরণার্থীরা যাতে সম্মান ও মর্যাদার সংগে শীঘ্র দেশে ফিরে যেতে পারেন সােভিয়েট যুক্ত ইস্তাহারে তার প্রতি প্রয়ােজনীয় গুরুত্ব দেওয়া হয়েছে। | তবে তারা স্বাধীন নাগরিক হিসেবেই ফিরতে পারেন। কারণ এটাই বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি নীতি বলে বাংলাদেশ সরকারের নেতারা জানান। 

বাংলাদেশ মন্ত্রীরা ঘােষণা করেন যে, সারা বিশ্বে ও রাষ্ট্রসংঘে যখন বাংলাদেশে সাড়ে সাত কোটি মানুষের ভাগ্য নিয়ে আলােচনা চলছে এ রকম সময় আমরা আমাদের লক্ষ্যের কথা পুনরায় ঘােষণা করছি আমাদের লক্ষ্য হল স্বাধীনতী। আমরা বিশ্বের সকল শক্তিকে আমাদের এই লক্ষ্যকে সমর্থন করছে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের জনসাধারণ ও নির্বাচিত প্রতিনিধিরা এ বিষয়ে যে মতামত দিয়েছেন তা অপরিবর্তনীয়।

বাংলাদেশ (১) # ১: ১৫। ৪ অক্টোবর ১৯৭১