আন্তর্জাতিক বিচার কমিশন গঠনের দাবী | জয়বাংলা | ৯ জুলাই ১৯৭১
বৃটিশ পার্লামেন্টের অন্যতম সদস্য মিঃ জন স্টোন হাউস বাংলাদেশে পাক জল্লাদদের নৃশংস গণহত্যার বিচার অনুষ্ঠানের উদ্দেশ্যে আন্তর্জাতিক বিচার কমিশন গঠনের জন্য জাতি সংঘের কাছে দাবি জানিয়েছেন।
মিঃ স্টোন হাউস বাংলাদেশে গণহত্যা বন্ধ করার জন্য অবিলম্বে জাতি সংঘ বাহিনী প্রেরণের জন্য ও প্রস্তাব করেছেন। তিনি বলেন, বাংলাদেশে যে পৈশাচিক নৃশংসতা চলছে হিটলারের নৃশংসতা ছাড়া দ্বিতীয় মহাযুদ্ধের পর এরকম আর কোন দৃষ্টান্ত নেই। আয়ারল্যাণ্ড পার্লামেন্টের সদস্য কোনার্ড ব্রায়েল বাংলাদেশে পাক সৈন্যদের গণহত্যার বিষয় আলােচনা করার উদ্দেশ্য অবিলম্বে জাতি সংঘের সভা আহ্বানের দাবী জানিয়েছেন।
জয়বাংলা (১) ১:৯। ৯ জুলাই ১৯৭১