বৃটেনও পাকিস্তানকে সাহায্য দেবে না | জয়বাংলা | ২ জুলাই ১৯৭১
বৃটেনও পাকিস্তানকে সাহায্য দেবে না। বাংলাদেশের পরিস্থিতির সুষ্ঠু রাজনৈতিক সমাধানের ব্যাপারে কার্যকরী প্রচেষ্টার প্রমাণ না পাওয়া পর্যন্ত বৃটেন পাকিস্তানের সাহায্য প্রদান বন্ধ রাখবে। গত ২৩ শে জুন বৃটিশ পার্লামেন্টে এই সিদ্ধান্তের কথা ঘােষণা করেন পররাষ্ট্র মন্ত্রী স্যার আলেক ডগলাস হােম।
জয়বাংলা (১)১: ৮ ২ জুলাই ১৯৭১